আজকে সন্ধায় হয়ে গেল বেসিস নির্বাচন ২০২৪-২৬ এর প্রার্থী পরিচিতি পর্ব। এবারের নির্বাচনের সব প্রার্থীদের এক মঞ্চে নিয়ে আসার এই আয়োজনের জন্য বেসিস ইলেকশন কমিটির একটা ধন্যবাদ কিন্ত অবশ্যই প্রাপ্য।
আর সব ক্যন্ডিডেটের মত আমিও আমার নিজের গল্প শেয়ার করলাম সবাইকে, বেসিস নিয়ে আমার এবং আমার ONE Team—এর প্লান তুলে ধরলাম।
সবার সহযোগিতায় আমি যদি নির্বাচিত হয়ে আসি, তাহলে আমি বেসিস প্লাটফর্ম থেকে যা কিছু করার চেষ্টা করব তা হচ্ছে –
১) আইসিটি এক্সপোর্ট মার্কেটে মেম্বারদের সহযোগিতা করার জন্য বেসিস থেকে আলাদা হেল্পডেস্ক নিশ্চিত করব।
২) প্রোডাক্ট মার্কেট এবং SaaS মার্কেটের যথাযথ বিকাশের জন্য বহুবিধ ব্যবস্থা গ্রহন করব বেসিস থেকে যেন মেম্বার কোম্পানীরা এই মার্কেট সম্পর্কে জানেন এবং নিজেদের বিজনেস গ্রো করতে পারেন।
৩) SME, StartUps বেসিস সদস্যদের গ্রোথের জন্য পলিসি লেভেলে সর্বোচ্চ কাজ করব।
৪) বেসিস আইসিটি হাব তৈরী করার চেষ্টা করব সবাইকে সাথে নিয়ে এবং সবাইকে নিয়ে দেশের সফটওয়্যার খাতের উন্নয়নে একসাথে কাজ করব।
আবারো সবার সহযোগিতা এবং দোয়া চাই। আমি বিশ্বাস করি, সবাই মিলেই আমরা আমাদের আইসিটি খাতকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারব।