চট্রগ্রাম আমার সবসময়েই প্রিয় শহর। আর সবচেয়ে প্রিয় এখানের মানুষ, তাদের ভাষা এবং মজার সব খাবার। আজকে একদম ভিন্ন এক কারনে প্রিয় এই শহরে আসলাম। কারনটা হচ্ছে – এই শহরের আইটি উদ্যোক্তাদের সাথে কথা বলা, তাদেরকে আরো ভালো করে জানার চেষ্টা করা। শুধু আমি একাই না, #OneTeam এর পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন আমার অন্যান্য টিমমেটরাও। সারাদিন অনেকের সাথে নতুন পরিচয়, আগের বন্ধুদের সাথে আড্ডা, ক্রাইসিস নিয়ে আলোচনা এবং সম্ভাবনা নিয়ে উচ্চাশা – সবকিছু মিলিয়েই দারুন এক অভিজ্ঞতাময় দিন। বেসিস নির্বাচন ২০২৪ – আমার কাছে সত্যিকার অর্থেই এক আনন্দ উৎসব। প্রতিদিন এত উতসাহ পাচ্ছি সবার কাছ থেকে, জানতে পারছি ইন্ডাস্ট্রির ভেতর – বাহিরের অনেক কিছু – এসব কিছুই আমাকে, ওয়ান টিমকে এই ইন্ডাস্ট্রির জন্য নতুনভাবে কিছু করার জন্য উদ্দীপনা দিচ্ছে। ওয়ান টিম বিশ্বাস করে বেসিসের সব মেম্বাররাই সমান গুরুত্বপূর্ণ, এবং আমরা কাজ করতে চাই প্রতিটি মেম্বারদের জন্য। একারনে সবার সহযোগিতা চাই, চাই সবার সমর্থন।